Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশের সামনে ৫১১ রানের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৫:১০ পিএম


বাংলাদেশের সামনে ৫১১ রানের চ্যালেঞ্জ

ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলিং হলো এলেমেলো। সেই সুযোগে প্রতিপক্ষ রান তুলেছে তরতরিয়ে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে সিলেট টেস্টে বাংলাদেশের ঘাড়ে বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের তৃতীয় সেশনে গুটিয়ে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তুলেছে লঙ্কানরা। প্রথম ইনিংসের ৯২ রান মিলিয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৫১১ রানের রেকর্ড লক্ষ্য। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, ৪১৮ রানের।

ক্যারিয়ারসেরা ইনিংসে ২৩৭ বলে ১৬টি চার ও ৬ ছক্কায় ১৬৪ রান করেন কামিন্দু। ধনাঞ্জয়া করেন ১৭৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১০৮ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্ডো ২ রানে অপরাজিত ছিলেন। রোববার বাকি ৫ উইকেটে শ্রীলঙ্কা করেছে ৭৪.৪ ওভারে ২৯৯ রান।

তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করে শ্রীলঙ্কাকে বড় লিড এনে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।

৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে বাংলাদেশকে চরম হতাশা উপহার দিয়ে কাসুন রাজিথাকে সাথে নিয়ে শেষ উইকেট জুটিতে ৫৪ বলে ৫২ রান যোগ করেন কামিন্দু। যে জুটিতে রাজিথার অবদান স্রেফ ৪। ৩৪ বলে ৪৮ রান কামিন্দুর।

৭৪ রানে ৪ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০

বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন ১১৯/৫) ১১০.৪ ওভারে ৪১৮ (ধানাঞ্জয়া ১০৮, ভিশ্ব ৪, কামিন্দু ১৬৪, জয়াসুরিয়া ২৫, কুমারা ০, রাজিথা ৪*; শরিফুল ২১-২-৭৫-১, খালেদ ১৮-২-৪৬-১, নাহিদ ২০-১-১২৮-২, তাইজুল ২০.৪-২-৭৫-২, মিরাজ ২৯-৮-৭৪-৪, মুমিনুল ১-১-০-০, শান্ত ১-০-৫-০)

আরএস

Link copied!