Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করেন তাসকিন, চেয়েছেন ক্ষমা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ২, ২০২৪, ০৪:৫৬ পিএম


ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করেন তাসকিন, চেয়েছেন ক্ষমা

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ছিলেন না সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন এই পেসার। যার কারণে মিস করেন টিম বাস। এই ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন।

সোমবার (১ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার অনুরোধ করে সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি।

বিসিবির সেই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

আরএস

Link copied!