Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪,

৪ দিন এগিয়ে আনা হলো বাংলাদেশের পাকিস্তান সফর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ০৭:৫৫ পিএম


৪ দিন এগিয়ে আনা হলো বাংলাদেশের পাকিস্তান সফর

দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ৪ দিন এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। নতুন সূচি অনুযায়ী ১২ আগস্ট পাকিস্তানের বিমান ধরবেন নাজমুলরা। সে হিসেবে আগামীকাল রোববার (১১ আগস্ট) টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকির মধ্যেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছে বাংলাদেশের ক্রিকেটাররা। কেননা জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী। যদিও পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা এসে নিরাপত্তা প্রদান করে।

বাংলাদেশের এমন পরিস্থিতিতে তাই টাইগারদের আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে অনুশীলনের জন্য ক্রিকেটারদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে জানায় পিসিবি কর্তৃপক্ষ। আর বিসিবি সে সুযোগটাই কাজে লাগিয়েছে।

সূচি অনুযায়ী আগামী২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি এবং ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রসঙ্গত, বাংলাদেশ ‘এ’ দল আজ শনিবার (১০ আগস্ট) পাকিস্তানে গিয়ে পা রেখেছে। সফরে তারা দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে। যেখানে রয়েছেন অভিজ্ঞ মুশফিক, মুমিনুল ও বিজয়ের মতো খেলোয়াড়রা।

আরএস

Link copied!