ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

এক ম্যাচে দুইবার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মে ৩, ২০২৫, ০৫:৩৯ পিএম

এক ম্যাচে দুইবার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আউট হয়ে মেজাজ হারান শুবমান গিল। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতেও দেখা গেল ক্ষুব্ধ গুজরাট অধিনায়ককে। এরপর হায়দরাবাদের ইনিংসের সময়ও আম্পায়ারদের একটি সিদ্ধান্তে মেজাজ হারান তিনি।

গুজরাটের ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে রান আউট হন গিল। নন স্ট্রাইকার প্রান্ত থেকে দৌড়ান তিনি। জস বাটলারের শট সোজা যায় হার্শাল প্যাটেলের হাতে। তিনি বল ধরে দ্রুত ছুড়ে দেন উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনকে। উইকেটের একদম কাছেই বল ছোড়েন হার্শাল। বল ধরে ক্লাসেনও দ্রুত উইকেট ভেঙে দেন। মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত নিতে পারেননি। তারা তৃতীয় আম্পায়ার মাইকেল গফের সাহায্য নেন।

রিপ্লেতে দেখা যায় ক্লাসেন উইকেট ভাঙার সময় গিলের ব্যাট খানিকটা বাইরে ছিল। তবে বার বার বিভিন্ন দিকের ক্যামেরার ছবি দেখেও নিশ্চিত হওয়া যায়নি বল সোজাসুজি উইকেটে লেগেছে নাকি বল উইকেটে লাগার আগেই ক্লাসেনের হাত লেগে উইকেট ভেঙে গেছে। ফলে তৈরি হয় সংশয়। বেশ কয়েকবার রিপ্লে দেখা শেষে তৃতীয় আম্পায়ার গফ হায়দরাবাদের পক্ষে সিদ্ধান্ত নেন।

রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় গিলকে। ১০টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। বিতর্কিত এই সিদ্ধান্ত দেখে ক্ষোভে ফেটে পড়েন গিল। আউটের সিদ্ধান্ত নিয়ে তাকে তর্ক করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে।

দ্বিতীয় ঘটনাটি হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণার ওভারের চতুর্থ বলটি লেগ স্টাম্পের লাইনে পড়ে অভিষেক শর্মার পায়ে লাগে। লেগ বিফোরের আবেদন করেন গুজরাটের ক্রিকেটাররা। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউয়ের আবেদন করেন গিল। রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পেই ছিল। তবু তৃতীয় আম্পায়ার গফ ‘আম্পায়ার্স কল’ দিলে বেঁচে যান অভিষেক। এই সিদ্ধান্তেও অসন্তুষ্ট গিল মাঠের আম্পায়ারদের সঙ্গে কয়েক মিনিট তর্ক করেন।

আরএস

 

Link copied!