ক্রীড়া ডেস্ক
মে ১৯, ২০২৫, ০৯:২৬ পিএম
ক্রীড়া ডেস্ক
মে ১৯, ২০২৫, ০৯:২৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগাররা।
সোমবার (১৯ মে) দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত।
এই ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে বসিয়ে নাজমুল হোসেন শান্তকে একাদশে নিয়েছেন তিনি।
এ ছাড়াও স্পিনার শেখ মাহেদীর বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
আরএস