ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

পাকিস্তান সিরিজে থাকছেন না সৌম্য, ডাক পেলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মে ২২, ২০২৫, ০৬:৪০ পিএম

পাকিস্তান সিরিজে থাকছেন না সৌম্য, ডাক পেলেন মিরাজ

পিঠের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌম্য সরকারের পিঠের ডান পাশে নিচের অংশে ব্যথা অনুভব হচ্ছিল গত এক সপ্তাহ ধরে। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, শারীরিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সৌম্যর এই চোট সারাতে প্রায় ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রয়োজন। সে কারণে পাকিস্তান সিরিজে তার খেলা সম্ভব নয়।

এদিকে মিরাজ বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আজ রাতেই এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে তার দল। লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হাসান।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্য শেষ হওয়া প্রস্তুতি সিরিজেও মিরাজ ছিলেন না দলে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম এই প্রসঙ্গে বলেন, মিরাজের ব্যাটিং ঠিক থাকলেও টি-টোয়েন্টিতে তার বোলিং এখনো ততটা কার্যকর নয়। তবে ও খুব পরিশ্রমী, বোলিংয়ে উন্নতি করলে দলে নিয়মিত সুযোগ পেতে পারে।

বাংলাদেশের হয়ে এর আগে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। পিএসএল শেষ করেই তিনি জাতীয় দলে যোগ দেবেন বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

আরএস

Link copied!