ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad
তামিম ইকবাল

বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, মানুষের আগ্রহ কমে যেতে শুরু

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মে ৩০, ২০২৫, ০৩:৪৮ পিএম

বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, মানুষের আগ্রহ কমে যেতে শুরু

অনেকদিন ধরেই আলোচনায় বাংলাদেশের ক্রিকেট। আরও বিশেষ করে বলতে গেলে মাঠের বাইরের ইস্যু। সেই বিপিএল থেকে শুরু করে নানা ঘটনায় টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে আবারও বিসিবিতে পালাবদলের হাওয়া লেগেছে। ফারুক আহমেদের অধ্যায় শেষে শুরু হতে যাচ্ছে নতুন যুগ। এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোর গিয়েছেন তামিম। যেখানে চলছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। হার দিয়ে সিরিজ শুরুর পর আজ টাইগারর সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তারই এক ফাঁকে লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম। এ সময় বিসিবির নানা কর্মকাণ্ড বেশি আলোচিত হওয়ার পাশাপাশি ক্রিকেটে মানুষের আগ্রহ কমছে বলে তিনি দাবি করেছেন। এই পরিস্থিতি থেকে বের হতে বিসিবি কর্মকর্তাদের কিছু পরামর্শও দেন তামিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার  মনে হয়, সভাপতি কে হবেন.... সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা কমিয়ে, খেলায় মনোযোগ দেওয়ার আহবান সাবেক এই অধিনায়কের, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

‘আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, আসছেন মাত্র ৪টা সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে.... মাত্র ৪ জন সাংবাদিক....এমন দিন তো আমি দেখিনি। এই বার্তা স্পষ্ট যে ক্রিকেট জৌলুস হারাচ্ছে। এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে.... কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে....এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই’, আরও যোগ করেন তামিম।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচ হেরে সমালোচনার মুখে টিম বাংলাদেশ। সবমিলিয়ে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান সুখকর নয়। এই বিপর্যস্ত অবস্থা কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন তামিম, ‘এটা ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার।’

আরএস

Link copied!