Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ঢাকা ছেড়ে যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২, ২০২২, ০৯:২৪ পিএম


ঢাকা ছেড়ে যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর
বামে সুধাকর দালেলা, ডানে বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বরখাস্ত হওয়া লন্ডনের ভারতীয় রাষ্ট্রদূত গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত করা হতে পারে তাকে।

দোরাইস্বামী চলে গেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুধাকর দালেলাকে নিয়োগ দেওয়া হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় পররাষ্ট্র বিভাগের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দোরাইস্বামী চলে গেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুধাকর দালেলাকে নিয়োগ দেওয়া হতে পারে। ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা সুধাকর যুক্তরাষ্ট্রে বর্তমান ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কর্মরত আছেন।

১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সুধাকর। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।

ইএফ

Link copied!