Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে জরিমানা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৯, ২০২৩, ০৭:১৬ পিএম


ডিএনসিসির উচ্ছেদ অভিযানে জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্ম কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে ৫টি মামলায় দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।

আরএস

Link copied!