নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫, ০৬:৫০ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা অনুষ্ঠান হয়নি। বরং সেখানে গানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের বিরতির পর দুপুর ২টা ৩৫ মিনিটে সাউন্ডবক্সের মাধ্যমে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’সহ বিভিন্ন গান বাজানো শুরু হয় এবং ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হয়।
প্রথম গানটি ছিল ভারতীয় চলচ্চিত্রের ‘কিলার হাসিনা’ শিরোনামের গান, যা ২০২২ সালে অর্জুন কুমার ও তুলশী কুমারের লেখা এবং টি-সিরিজ থেকে প্রকাশিত।
এর আগে, বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে জনরোষের কারণে আজিজুর নামের এক রিকশাচালক মারধরের শিকার হন।
তিনি জানান, “১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নিজের উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই, শুধু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি।”
এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আরও কয়েকজনকে হেনস্তার শিকার হতে হয়। কয়েকজনকে চড়, থাপ্পড় ও মারধর করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দুই পাশ পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র গণমাধ্যমকর্মীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মীও অবস্থান করছেন।
গুলশান ছাত্রদলের কর্মী তানজীব জানান, “ধানমন্ডিতে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের কিছু লোক যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি আমরা এখানে রয়েছি। দু-একজন আওয়ামী লীগের লোক এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।”
ইএইচ