মে ১৫, ২০২২, ১২:০৫ এএম
মে ১৫, ২০২২, ১২:০৫ এএম
এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার ইউনিয়নের যামিনী চন্দ্র রায়ের ছেলে রোহিনী চন্দ্র রায়। তবে বিয়ের ২২ দিনের মাথায় তার দ্বিতীয় স্ত্রী মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে।
গত বৃহস্পতিবার (১২ মে) উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায় বলেন, ‘দুই বিয়ের বিষয়টি আমরা আর বাড়াবাড়ি করতে চাই না। সমাজে এমনিতেই আমাদের অনেক কথা শুনতে হয়েছে। বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিবারের পক্ষে এ নিয়ে কোন অভিযোগ নেই।’
রোহিনীর বাবা যামিনী চন্দ্র রায় বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোন চাপ ছিল না। তবে উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে।’
বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিচ্ছেদের বিষয়টি আমি শুনেছি। উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। মেয়েটি স্বেচ্ছায় ছেলেটিকে তালাক দিয়েছে। তবে অফিসিয়ালি আমার কাছে কেউ কোন চিঠিপত্র দেয়নি।’
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রোহিনী চন্দ্র রায় তার দুই প্রেমিকা বলামপুর ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানী (২০) এবং একই ইউনিয়নের উত্তর লক্ষীদ্বার গ্রামের টনোকিশোর রায়ের মেয়ে মমতা রানীকে (১৮) হিন্দু শাস্ত্রমতে একসঙ্গে বিবাহ করেছিলেন। তার বিয়ের এই বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ভাইরাল হয়ে যায়।
আপনার মতামত লিখুন :