Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রৌমারীতে সড়ক দখল করে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ

রৌমারী প্রতিনিধি

রৌমারী প্রতিনিধি

মে ১৭, ২০২২, ০২:২০ পিএম


রৌমারীতে সড়ক দখল করে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ডিসি সড়ক দখল করে চলছে ভুট্টা, ধান,খড়, শুকানো ও মাড়াইয়ের কাজ। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা ও চালকগণ। বিশাল ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহন।

মঙ্গলবার  (১৭ মে ২০২২ ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাঁতভাঙ্গা শালুর মোড় হতে উপজেলা শহর রৌমারী পর্যন্ত পাকা সড়কের বিভিন্ন স্থানে ধান স্তূপ করে রাখা হয়েছে। এ যেনো এক ধান মাড়াইয়ের উঠান।

পাশেই শ্যালোচালিত ইঞ্জিন দিয়ে মাড়াই করা হচ্ছে এসব ধান। মাড়াই শেষে অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন শুকানোর জন্য।

এছাড়া কেউবা আবার ভুট্টাও শুকাচ্ছে সড়কে। অনেকে শুকানোর পর সড়কের পাশেই খড় স্তূপ করে রেখেছে। এরমধ্যেই
ঝুঁকি নিয়েই চলছে ট্রাক, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল কাঁকড়া এবং আরও অন্য অন্য যানবাহন।

অটোরিকশা চালক নুরআলম মিয়া, শহিদুল, ছাইদুর রহমান এবং আরও অনেক চালক গন বলেন, সড়কজুড়ে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষকেরা। সড়কের ওপর ধান মাড়াইয়ের কাজ করায় তাঁরা যাত্রী নিয়ে গাড়ি চালাতে নানা সমস্যায় পড়ছেন। এতে  দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে।

পথযাত্রী মো.আরিফ মিয়া, খাইরুল, সাদিকুল ইসলাম, রফিকুল ইসলাম বলেন, এ মৌসুমে খড় বিছানো সড়কে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। কয়েক দিন আগে মোটরসাইকেল নিয়ে সড়কে বিছানো খড়ে পিছলে পড়ে আহত হন কয়েক জন।

দাঁতভাঙ্গা এলাকার পদযাত্রী মো. রমিজ উদ্দিন বলেন, ধান মাড়াই শেষে কৃষকেরা ধানের অবশিষ্টাংশ খড় সড়কে ফেলে রাখেন শুকানোর জন্য।  বৃষ্টি হলে ওই খড় সড়কে কর্দমাক্ত হওয়ার পরে সেগুলো সরানো হয় না। পরে পচে রাস্তা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হতে প্রায়ই দেখা যায়।

পথচারীদের অভিযোগ থাকলেও ধান মাড়াইকারীরা বলছেন, তাঁরা অল্প সময়ের জন্য রাস্তায় ধান মাড়াই করছেন। এতে যানবাহনের সাময়িক একটু ক্ষতি হলেও তাঁদের অন্য কোন উপায় নেই।

মো.আব্বাস আলী নামের এক ট্রাক চালক বলেন, সড়কের দুই পাশে খড়, ধান শুকানো ও মাড়াইয়ের কারণে রাস্তা সরু হয়ে যায়। এতে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে জ্যামে আটকা পড়লে অনেক সময় চলে যায় পরে সেই ধান অন্য জায়গায় সরিয়ে গাড়ি নিয়ে আসতে হয়।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরশাফুল আলম রাসেল বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড করা বেআইনি। ঘটনা স্থানে গিয়ে  দূরত এসব বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

আমারসংবাদ/এআই

Link copied!