Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাশেম রেজা

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

জুন ১৭, ২০২২, ০৩:৫১ এএম


বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাশেম রেজা

জমকালো আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক জননেতা হাশেম রেজা। 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় দামুড়হুদার কুড়ুলগাছি ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাশেম রেজা বলেন, ‘যেহেতু চুয়াডাঙ্গা ভারত সীমান্তবর্তী এলাকা। এখানে মাদকের রমরমা বেচাকেনা ও সেবন চলে হামেশাই। তাই মাদক থেকে যুবসমাজকে ফেরাতে হলে নিয়মিত খেলাধুলাচর্চা এবং এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের বিকল্প নেই। 

টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’। এ প্রতিপাদ্যটি সত্যিই যুগোপযোগী ও চমৎকার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে, তাই এ টুর্নামেন্টের সব খেলা ও পুরস্কার বিতরণী যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য এলাকার যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য জননেতা হাশেম রেজা আরও বলেন, ‘যেহেতু আমি এ গ্রামেরই সন্তান, তাই এই গ্রামের প্রতি, এই উপজেলা এবং জেলার প্রতি আমার একটি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আমি এলাকার মানুষের সব ধরনের উন্নয়নে এবং সুখে-দুঃখে পাশে থাকতে চাই, আছি এবং থাকব।’ 

গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ও জীবননগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ও আব্দুল মজিদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, আহসান হাবীব ঝন্টু, হারুন অর রশিদ, তোফায়েল আহমেদ লিটন, শাহ মো. ফরহাদ হোসেন, মিনারুল  মাস্টার, শাহাবুদ্দিন খান, আলম বিশ্বাস, আজিম উদ্দিন, শুকুর আলী সরদার, জাহিদ হোসেন, তরিকুল ইসলাম, সবুজ মল্লিক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জিল্লুর রহমান মেম্বার ও জিল্লুর রহমান মধু। 

খেলার ধারাবিবরণী দেন দৈনিক আমার সংবাদ-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইসলাম রকিব ইকবাল আহমেদ।

Link copied!