Amar Sangbad
ঢাকা শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ২৯ শ্রাবণ ১৪২৯

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে‍‍`র ৭ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৭:৩৩ পিএম


জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে‍‍`র ৭ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‍‍`র ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসর ও বদলী জনিত কারণে বৃহস্পতিবার (৪আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‍‍`র সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. এ.এইচ.এম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‍‍`র চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বদলী জনিত কারণে মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা ও স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামানকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এবং অবসর জনিত কারণে স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) আছহাব আলী, মনিভূষন চক্রবর্তী, সহ-স্বাস্থ্য পরিদর্শক বিধান চন্দ্র রায়, স্বাস্থ্য সহকারী দিলারা জেসমিন ও অফিস সহায়ক ওয়াহেদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আমারসংবাদ/এসএম