Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পিরোজপুর জেলা হাসপাতালে ৭ ডেঙ্গু রোগী ভর্তি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:১২ পিএম


পিরোজপুর জেলা হাসপাতালে ৭ ডেঙ্গু রোগী ভর্তি

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় গত দুই সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ইন্দুরকানী উপজেলার ৩ জন, পিরোজপুর সদর উপজেলার ২ জন এবং কাউখালী উপজেলার ১ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

সিভিল সার্জন ডাক্তার মো. হাসনাত ইউসুফ জাকী জানান, গত দুই সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে জেলা হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৭ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে বাকি রোগীরা রিলিজ নিয়েছে। আমরা আক্রান্ত ভর্তি রোগীদের সকল ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি। রোগীর চাপ একটু বেশিই রয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ১৬৪ জন রোগী ভর্তি রয়েছে।

এসএম

Link copied!