Amar Sangbad
ঢাকা বুধবার, ০৭ ডিসেম্বর, ২০২২, ২৩ অগ্রহায়ণ ১৪২৯

ইঁদুর মারতে গিয়ে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২২, ০৩:৫২ পিএম


ইঁদুর মারতে গিয়ে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

কুমিল্লার বুড়িচংয়ে নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ষোলনল গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি পাঁচ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

নিহতের বাবা হুমায়ুন জানান, মানিক গত সপ্তাহে সৌদি আরব থেকে দেশে এসেছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশের নিজের ধানি জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় বিদ্যুতের তারে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসএম

Link copied!