Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

ধামরাইয়ে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২, ২০২২, ১০:৫২ এএম


ধামরাইয়ে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুত গতির বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বালিথা এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

নিহতরা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। নিহত মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে কারখানায় কাজে যাচ্ছিলেন। স্বামী সাইকেল চালাচ্ছিলেন আর স্ত্রী পেছনে বসা ছিলেন। তাদের সাইকেল আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গার্মেন্টসর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটা দ্রুত গতির বাস তাদের ধাক্কা দেয়। এসময় তারা দু’জন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা অপর অজ্ঞাত পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীকে ধরা সম্ভব হয়নি।

এআই

 

Link copied!