Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ২০ মাঘ ১৪২৯

ইসলামপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২২, ০৫:১৫ পিএম


ইসলামপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের ইসলামপুর পৌর এলাকার ঋষিপাড়া নামক স্থানে বুধবার (২৩ নভেম্বর) বিকালে ট্রাকচাপায় আশিকুর রহমান (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে।

নিহত আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাওয়ার সময় (ঢাকা মেট্রো ট -১৩-৫৭৭) নাম্বারের বেগুন বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক।

স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, নিহত শিশু আশিকের বাবা বেংগু মিয়া একটি মামলায় জেলহাজতে রয়েছে। মা আখিরা বেগম আশিকের বাবার জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করায় বাড়িতে কোন লোক পাওয়া যায়নি।

এসএম

Link copied!