Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ঘাটাইলে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ১১:৫৪ এএম


ঘাটাইলে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

রোববার রাতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘাটাইল উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীরা হলেন-সন্ধানপুর ইউনিয়নে বৃহত্তর সন্ধানপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহবায়ক  মো: বেল্লাল হোসেন,সংগ্রামপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান,রসুলপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য  আলহাজ্ব কাজী মাহবুব উল হক মাছুদ,ধলাপড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: শফিকুল ইসলাম শফি এবং লক্ষিন্দর ইউনিয়নের উপজেলা আওয়ামীমৎস্য জীবীলীগের আহবায়ক আলহাজ্ব সাইদুর রহমানকে মনোনীত করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘাটাইলের ৫টি ইউপিতে মোট ভোটার ১ লাখ ২০ হাজার ৩‘শ ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে-৫১ হাজার ৬‘শ ২৭ জন, মহিলা ৫০ হাজার ৭‘শ ৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ০১ জন। আর ৫টি ইউপির মধ্যে সন্ধানপুর ইউপিতে মোট ভোটার ১৫ হাজার ৪‘শ ২২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬‘শ ৫৪ জন, মহিলা ভোটার ৭ হাজার ৭‘শ ৬৮ জন। সংগ্রামপুর ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৮৫ জন। এর মধ্যে পুরুষ-১০ হাজার ৬‘শ ৮৫ ও মহিলা ১০ হাজার ৩‘শ ৯৯ জন। রসুলপুর ইউপির মোট ভোটার ১৭ হাজার ৭‘শ।

এরমধ্যে পুরুষ ৮ হাজার ৮‘শ ২৯ ও মহিলা ৮ হাজার ৮‘শ ৭১ জন। লক্ষিন্দর ১৩ হাজার ৪‘শ ১৭ ও মহিলা রয়েছে ১৩ হাজার ৩১ জন।ধলাপাড়া মোট ভোটার ২১ হাজার ৭‘শ ২০ জন। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৪২ ও মহিলা ১০ হাজার ৬‘শ ৭৮ জন।

এদিকে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর  এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর।

এআই

Link copied!