ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

রাউজানে ধান কাটার মেশিন উল্টে নিহত ১

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৫:১৭ পিএম

রাউজানে ধান কাটার মেশিন উল্টে নিহত ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় হলদিয়া ভিলেজ সড়কে ধান কাটার মেশিন উল্টে একজন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ২ টায় গর্জনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদের বিল্ডিংএর সামনের মোড়ে এঘটনা ঘটে। এতে চালক অক্ষত থাকলেও সুমন নামে একজন ৩০ নভেম্বর বুধবার (৩০ নভেম্বর) ভোর ৬ টায় চমেকে হাসপাতালে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ৫জন ধান মড়াই কাজ শেষে উত্তর হলদিয়া থেকে তাদের গাড়িটি নিয়ে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া ক্লাবের পাশে বাসায় ফিরছিলেন।পথিমধ্য গাড়িটি দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শিরা জানান, গাড়িটি দ্রুতগতি ও বেপরোয়াভাবে চালানোর কারনে দুর্ঘটনায় পড়েছে। এতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার, কইলাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে সুমন (২৫) ভোর ৬ টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, গাড়ি থেকে মেশিনের গরম পানি তার শরিরে পরে কোমর থেকে পা পর্যন্ত পুড়ে যায় এবং দু পা গাড়ির চাপে ভেঙে গেছে। প্রথমে স্থানিয়রা আহতদের উদ্বার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের প্রত্যক্ষে চমেক হাসপাতালে প্রেরণ করেন জেকের কর্তব্যরত ডাক্তার। সেখানে ভোর ৬ টায় মারা যয় সুমন।

নেত্রকোনার শ্রমিক জাকির হোসেন বলেন, আহতরা হলেন মামুন (২২) পিতাঃ আরজ আলী তালুকদার, গ্রাম নকতি পাড়া, রিদয় (২২) পিতাঃ মুঃ আবদুল হেকিম হাফানিয়া ৩নং ওয়ার্ড। মুহাম্মদ আলী রাজ (১৭) পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম নকতি পাড়া ৬নং ওয়াড উভয় উপজেলা কলমাকান্দা জেলা নেত্রকোণা। অক্ষত ড্রাইভার মুহাম্মদ দেলোয়ার হোসেন পিতাঃজালাল গ্রামঃনকতি পাড়া ৬ নং ওয়ার্ড, উপজেলা কলমাকান্দা জেলা নেত্রকোণা।

জানা গেছে, আহত নিহত সকলেই একই ইউনিয়নের বাসিন্দা। তারা গত ১৫ দিন আগে মাঝি আবুল কালামের মাধ্যমে ধান মড়াইয়ে মাসিক বেতনে কাজে যোগ দিয়েছিল। মাঝির ৩ টি গাড়িতে ঐ এলাকার ২০জন শ্রমিক কাজ করে। এদিকে হলদিয়া ভিলেজ সড়কের ব্যাপারে স্থানীয়দের অভিযোগ প্রতিদিন এই রোডে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে।

কেএস 

Link copied!