Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রেইনট্রি যেন মরণ ফাঁদ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৩, ০৮:৩৩ পিএম


রেইনট্রি যেন মরণ ফাঁদ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারে সরকারি জায়গায় বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ এখন মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় গাছটির ডালা-পালা ভেঙে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। কেননা গাছের নিচে ঘর বেধে বসবাসরত কয়েকটি পরিবার ও কয়েকটি দোকান ঘর এ
দুর্ঘটনার আশংকায় রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিতে। স্থানীয়রা গাছটি দ্রুত অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

হোগলা বাজারের ব্যবসায়ী আবু রায়হান বেপারী জানান, তিনিসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ওই গাছের পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ঘর বেধে ব্যবসা করে আসছেন। গাছটি আংশিক তাদের জায়গায় পড়লেও তাতেও তাদের কোনো দাবি নেই। তবুও যেন আসন্ন কালবৈশাখীর আগে প্রশাসন দ্রুত গাছটি অপসারণ করেন।

স্থানীয় বাসিন্দা কালু রাজভর (৮০) জানান, তার বয়স যখন ২০ বছর তখন তিনি ওই গাছটি রোপন করেছিলেন। কিন্তু এই গাছটিই যে এখন কাল হয়ে দাঁড়াবে তখন তিনি তা ভাবতেও পারেননি। গাছের নিচে সরকারি যায়গায় ঘরবেধে বসবাস করছেন কালুসহ তার পরিবার। গাছের ডালা ভেঙে কখন ঘরের ওপর পড়ে এমন আতংকে দিনাতিপাত করছেন তারা।

তিনি আরও জানান, দীর্ঘ দিন আগে গাছটির কিছু ডালপালা মরে প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম। সামান্য বাতাস হলেই গাছটি নড়বড় করে।

বাজারের ইজারাদার মজিবুর রহমান বেপারী জানান, গাছটি অপসারণের জন্য এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন দেয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স বলেন, আবেদনটি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!