ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

পুড়ছে শাল-গজারির বন, হুমকিতে জীববৈচিত্র‍্য

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৩, ১২:১৭ পিএম

পুড়ছে শাল-গজারির বন, হুমকিতে জীববৈচিত্র‍্য

শাল-গজারির বনঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের চারণভূমি টাঙ্গাইলের সখীপুর। যেদিকে চোখ যায় বিস্তৃর্ণ জায়াগাজুড়ে শুধু শাল-গজারির বন। সামাজিক বনায়নের এসব বনে জ্বলছে আগুন। এতে ধ্বংস হচ্ছে শাল-গজারির বন সঙ্গে সঙ্গে চরম হুমকির মুখে পড়ছে এ অঞ্চলের জীববৈচিত্র‍্য। বসন্তকালে ক্ষয়িষ্ণু প্রকৃতির কারণে সব গাছপালায় পাতা ঝরে যায়। ঠিক এই সু্যোগকেই গ্রহণ করে বনের জমি দখলকারীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কালিদাস, কালিয়ানপাড়া, তক্তারচালা, দেওদিঘী ও কচুয়া এলাকায় দিনদুপুরে জ্বলছে বন। দাউ দাউ করে আগুনে পুড়ছে বনের ছোট-বড় গাছপালা। বাতাসের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে গভীর থেকে গভীরে। বনের ভেতরে থাকা অনেক পশুপাখি কীটপতঙ্গ মারা যাচ্ছে আবার নিরাপদ আশ্রয়ের জন্য অনেক পশুপাখি লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর শীতের শেষ সময়ে এ ঘটনা ঘটে। বনে অনেকেই মাদক সেবন করেন। মাদকসেবীরা বেখেয়ালে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি বনে ঝরে পড়া পাতায় ফেলেন। এতে আগুন লেগে বন পুড়ে যায়।

অন্যদিকে পরিকল্পিতভাবে আগুন লাগান বন বিভাগের কিছু অসাধু কর্মচারীরা। আগুন দেওয়ার ফলে বনের ছোট গাছ পুড়ে যায়। প্রতিবছর সেখানে আগুন দিলে নতুন করে কোনো গাছ বেড়ে উঠতে পারে না। তবে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়না বন বিভাগের কর্মকর্তাদের।

দেওদিঘী গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, বসন্তের এই সময়ে প্রতিবছর বনে আগুন দেয় কিছু অসাধু ব্যক্তিরা। আগুন নেভানোর জন্য বনের লোকজনকে আসতে দেখিনি কখনো । বন বিভাগের কিছু অসাধু লোক আগুন লাগানোর সঙ্গে যুক্ত। বন ধ্বংস করে এখানে ঘরবাড়ি তুলে দিতে পারলে তাঁদের লাভ।

সরকারি মুজিব কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক সুনির্মল চন্দ্র বসু বলেন, বনে এভাবে আগুন দিলে পরিবেশ প্রকৃতি হুমকির মুখে পড়ে ঠিক তেমনি আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়ে। যত দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে আমাদের মানবজাতির জন্য তা ততই মঙ্গলজনক হবে।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা, আমিনুল ইসলাম বলেন, বনে আগুন দেয়া একটি অপরাধ। বনে আগুন দেয়ার সাথে বনবিভাগের কেউ জড়িত নয়।কে কখন বনে আগুন দিচ্ছে তা সনাক্ত করা কষ্টসাধ্য। তবুও তাদের আইনের আওতায় নিয়ে আসতে খুঁজখবর নেওয়া হচ্ছে ।

আমিনুল/এআরএস

Link copied!