Amar Sangbad
ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৬:১৮ পিএম


লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে লিচুর বিচি গলায় আটকে নুসরাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল দশটার দিকে  উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে ধূরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নুসরাত ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের কালামধর গ্রামের বাদল মিয়ার মেয়ে।

নিহতের মামা শাহজাহান আকন্দ বলেন, নানা বাড়িতে বেড়াতে এসেছিলো নুসরাত। সকাল দশটার দিকে একটি লিচু খেতে গিয়ে বিচি নুসরাতের গলায় আটকে যায়। এতে দ্রুতই সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআরএস

 

Link copied!