Amar Sangbad
ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

কাউনিয়ায় খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মে ২০, ২০২৩, ০৫:৪৩ পিএম


কাউনিয়ায় খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নিহত

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশিক (১৮) নামের এক  কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিক কাউনিয়া হরিশ্বর রেল কলোনীর তফিল মিয়ার ছেলে ও কাউনিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

থানা সূত্রে জানা গেছে, বিকেলে হরিশ্বর ওনিজপাড়া গ্রামের খেলা হয়। খেলায় দুই গ্রুপের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে রাত সাড়ে সাতটারব দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে এরমধ্যে আশিক গুরতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে  রংপুর মেডিকেলে পাঠান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে   আশিক মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাছির বিল্লাহ বলেন, এ ঘটনায় আশিকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত আতিকুর রহমান, রেজাউল হাসান রাহী (২১) ও আল মামুন (২১) নামে ৩ জনকে আটক করা হয়েছে।

এইচআর

 

Link copied!