Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

কক্সবাজার সৈকতে বনরুই উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৭:৫৪ পিএম


কক্সবাজার সৈকতে বনরুই উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা দেশীয় প্রজাতির প্রায় ৪ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি বনরুই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের সমিতি পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। দৈনিক আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ইকো লাইফ প্রকল্পের ম্যানেজার আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, গেল দু’দিন কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার কারণে হিমছড়ি জাতীয় উদ্যানের পাহাড় থেকে ছরা দিয়ে হয়তো বনরুইটি সাগরে চলে যায়।

শুক্রবার সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে বনরুইটি ভেসে আসলে ফয়সাল নামের এক যুবক এটিকে তার বাসায় নিয়ে যায়। পরবর্তীতে ইকোফিস প্রকল্পের কর্মকর্তারা বনরুইটি উদ্ধার করে।

প্রকল্পের ম্যানেজার আব্দুল কাইয়ুম বলেন, দেশী বনরুইটি দীর্ঘ ও সরু দেহের। এই স্তন্যপায়ী প্রাণিটির মাথা ছোট ও ত্রিকোণাকার। মাথা ও পিঠসহ দেহ প্রায় ১৫ থেকে ১৮ সারি শক্ত আঁইশে ঢাকা। উদ্ধার করা বনরুইটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসের বন কর্মকর্তা সমীর রঞ্জন দাশ বলেন, উদ্ধার হওয়া বনরুইটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তারপর হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

এইচআর

Link copied!