গুইমারা (রাঙামাটি) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৪:৪২ পিএম
গুইমারা (রাঙামাটি) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৪:৪২ পিএম
বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই সারাদেশের মত পাহাড়েও উন্নয়ন সাধিত হয়েছে। পাহাড়ের মানুষ একই মায়ের অভিন্ন সন্তান হিসেবে শান্তিতে বসবাস করছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নের ধরা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা`র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে,
শনিবার(৩০ সেপ্টেম্বর)সকাল ১১ টায়,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে,আওয়ামী লীগ নেতা সুইমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।
বিএনপি জামায়াতের শাসন আমল ও অগ্নি সন্ত্রাসের কথা তুলে ধরে,আওয়ামী লীগের নেতাকর্মীদের এক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, ভিসা নীতিতে আওয়ামী লীগ বিচলিত নয় বরং টেনশনে আছে বিএনপি।আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে,অন্যথায় দেশ পিছিয়ে যাবে।এসময় প্রধান অতিথি গুইমারাতে বিশাল জনসমাবেশের আয়োজন করায় গুইমারা উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা ও পাজেপ সদস্য নিলোৎপল খীসা,শুভ মঙ্গল চাকমা, মাঈন উদ্দিন,হিরন জয় ত্রিপুরা,ক্যজরী মারমা,জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,সদস্য শতরূপা চাকমা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দন, জেলা আওয়ামী লীগ সদস্য শামীম চৌধুরী, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,সাবেক ছাত্রনেতা ইকবাল বাহার,টিকো চাকমা,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সমিরন পাল,গুইমারা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশ্যে চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম শুভ ও সাবেক ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌমসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জনসমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরএস