Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

অন্তরঙ্গ ছবি ভাইরাল

ফেনীর ফালাহিয়া মাদরাসা ছাত্রলীগ নেতা-নেত্রী বহিস্কার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৩, ০৩:২২ পিএম


ফেনীর ফালাহিয়া মাদরাসা ছাত্রলীগ নেতা-নেত্রী বহিস্কার

ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার দুই ছাত্রলীগ নেতা-নেত্রীর অন্তরঙ্গ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার পর তাদেরকে মাদরাসা শাখা ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

এরা হলো, আবদুল আজিজ ফিরোজ আলিম ফলপ্রার্থী ও জান্নাতুল ফেরদৌস নাদিয়া দাখিল শ্রেণির শিক্ষার্থী। ফিরোজ ফালাহিয়া ছাত্রলীগের পাশাপাশি পৌর ছাত্রলীগেরও পরিবেশ বিষয়ক সম্পাদক।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, গত ক’দিন ধরে ফিরোজ ও নাদিয়ার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ফালাহিয়া ছাত্রলীগের সভাপতি পরিচয়ধারী তোফায়েল আহমেদ চৌধুরী অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফিরোজ-নাদিয়াকে বহিস্কার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ ফেনী পৌর শাখার আওতাধীন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জান্নাতুল ফেরদৌস নাদিয়া এবং আবদুল আজিজ ফিরোজ ফালাহিয়া ছাত্রলীগ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়।’

ফালাহিয়া মাদরাসা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী অপু জানান, মাদরাসায় ফিরোজ-নাদিয়ার উশৃঙ্খল চলাফেরা এবং শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এনিয়ে বেশ কয়েকবার তাদের সতর্ক করা হয়েছে। তাতেও সংশোধন না হওয়ায় স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।

ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ জানান, ফালাহিয়া ছাত্রলীগ থেকে বহিস্কারের এখতিয়ার কারো নেই। এটি জেলা ছাত্রলীগের নির্দেশক্রমে পৌর ছাত্রলীগ করতে পারবে। তাছাড়া ফিরোজ পৌর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক, ফালাহিয়া মাদরাসার কমিটিতে নেই।

এ ব্যাপারে আবদুল আজিজ ফিরোজের বক্তব্য জানতে ফোন করা হলে সাংবাদিক পরিচয় জেনে সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

ফেনী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, ফালাহিয়া মাদরাসায় ছাত্রলীগের কোন কমিটি নেই। ফালাহিয়া মাদরাসায় সভাপতির পরিচয় দেয়া অপু জেলা ছাত্রলীগের কমিটিতে রয়েছে। ওই মাদরাসায় কমিটি পূনর্গঠনে তাদের চিন্তা রয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু জানান, ফালাহিয়া মাদরাসায় বহিস্কারের ঘটনা সংগঠন বহির্ভূত। ফেনীতে ছাত্রলীগ থেকে কাউকে বহিস্কারের সিদ্ধান্ত তাদের নেই।

এআরএস

Link copied!