Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

পূবাইলে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ০১:১৩ পিএম


পূবাইলে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরীর পূবাইলে তালটিয়ায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর ৪২ নং ওয়ার্ডের তালটিয়া এলাকায় ঢাকা বাইপাস রাস্থায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে কিশোরগঞ্জ থেকে আনোয়ার সিমেন্টের একটি খালি ট্রাক চিটাগাং রোডের দিকে যাচ্ছিল। ট্রাকটি মিরের বাজার তালটিয়া এলাকায় পৌঁছালে ১০-১২ জন যুবক গতিরোধ করে এতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এইচআর

Link copied!