Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

নড়াইলে হুইপ মাশরাফির মতবিনিময়

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:১৭ পিএম


নড়াইলে হুইপ মাশরাফির মতবিনিময়

জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা এমপি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ক্লাবে কর্মকর্তা সদস্য ও স্থানীয় যুবকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা থেকে সরাসরি তিনি লক্ষ্মীপাশা ক্লাবে উপস্থিত হন। এ সময় লক্ষীপাশা ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা হুইপ মাশরাফিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, ওসি তদন্ত মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সহ-মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ ভুঁইয়া, কাশিয়ানী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. চঞ্চল মাহমুদ, লক্ষ্মীপাশা ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ পলাশ, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া পৌর কাউন্সিলর ফয়সাল আহমেদ ফারুক, সাবেক কাউন্সিলর মো. আলিম, আওয়ামী লীগ নেতা মিলন খান, শিকদার জিয়াউর রহমানসহ প্রমুখ।

মতবিনিময় সভায় মাশরাফি বিন মোর্তজা বলেন, তরুণ যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে ক্রীড়া ও সংস্কৃতির দিকে বেশি মনোনিবেশ করতে হবে। তরুণ প্রজন্ম যদি খেলাধুলা ও সংস্কৃতির দিকে বেশি করে মনোনিবেশ করে তাহলে আমরা নড়াইল থেকে খেলোয়াড় তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জন করবো। আপনারা প্রতিটা ইউনিয়নে একটি করে ক্লাব তৈরি করুন তার জন্য যা কিছু দরকার ইনশাল্লাহ আমি করব।

ইএইচ

Link copied!