Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

পূবাইলে বাসচাপায় কলেজছাত্র নিহত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:২৬ পিএম


পূবাইলে বাসচাপায় কলেজছাত্র নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব (১৮) টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। হাবিব পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং তিনি আনোয়ার গ্রুপে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের (পি.পি.এল) একটি বাস ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!