Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪,

মাটিরাঙ্গায় ‘মুজিবনগর দিবস ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৪, ০৫:৪২ পিএম


মাটিরাঙ্গায় ‘মুজিবনগর দিবস ও স্বাধীনতা’ শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ওবাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে "ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক  আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী  অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক,  সহকারী প্রোগ্রামার রাজীব চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার ‌মো. আশরাফুল আলম সিরা‌জি, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের  বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,  বাংলাদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন।স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরএস
 

Link copied!