Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

খাগড়াছড়ির ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২১, ২০২৪, ১১:২৩ পিএম


খাগড়াছড়ির ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিন উপজেলায় ভোটকেন্দ্র ১০২টির মধ্যে ৮১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। যার কারণে গতকাল ৪১টি কেন্দ্রে আর আজ সকালে ৬১টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৩ জন।

খাগাড়ছড়ির সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে ১৬ হাজার ৮শ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ পরিষদের নেতা সন্তোষিত চাকমা  (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫শ ৬৫ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা (তালা) প্রতীক নিয়ে ১৬ হাজার ২শ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আসাদ উল্লাহ (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ ১৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা (কলস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৪শ ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিপু ত্রিপুরা (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬শ ৭৭ ভোট পেয়েছেন।

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের  চন্দ্র দেব চাকমা  (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঞ্চলিক সংগঠন  গণতান্ত্রিক সমর্থিত প্রার্থী মিটন চাকমা চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৩শ ৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কিরণ ত্রিপুরা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩শ ১৮ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা (ফুটবল) প্রতীক নিয়ে ২১ হাজার ২শ ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী সুজাতা চাকমা (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭শ ৪৭ ভোট।

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩৩ হাজার ৫শ ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. কাশেম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ২শ ৮৭ ভোট।

ইএইচ

Link copied!