Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুন ১১, ২০২৪, ০৪:২৬ পিএম


রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে ৬৮০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

এ সময় গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।

এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা তথ্য অফিসার রাহুল বনিকসহ পদস্থ কর্মকর্তারা।

উল্লেখ, রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙামাটিতে ৫ম পর্যায়ের ২য় ধাপে নয় উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪টি, কাপ্তাইয়ে ৪০টি, কাউখালীতে ১৩টি, রাজস্থলীতে ২৫টি, বরকলে ৩৫টি, বিলাইছড়িতে ১১টি, বাঘাইছড়িতে ৪২২টি, লংগদুতে ১২৬টি এবং নানিয়ারচর উপজেলায় ৪টিসহ মোট ৬৮০টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইএইচ

Link copied!