ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad
জমেনি বেচাবিক্রি

রাজশাহীতে বেড়েছে কোরবানির পশু আমদানি

মহিব্বুল আরেফিন, রাজশাহী

মহিব্বুল আরেফিন, রাজশাহী

জুন ১৩, ২০২৪, ০৭:৪৮ পিএম

রাজশাহীতে বেড়েছে কোরবানির পশু আমদানি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর পশু হাটগুলোতে কোরবানির পশু আমদানি বেড়েছে।

তবে বৃহস্পতিবার পর্যন্ত আশানুরূপভাবে পশু বেচাবিক্রি বাড়েনি। তবে ব্যবসায়ীদের ধারণা শুক্রবার থেকে সিটি হাটে পশু কেনাবেচা জমে উঠবে। ওই সময়ে হাটে কোরবানির পশু আমদানি আরও বাড়বে। রাজশাহীর সিটি হাট থেকে এখন পশু কিনে চালান করছে বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারীরা।

রাজশাহী বৃহত্তম পশু হাটের মধ্যে সিটি হাট অন্যতম। এখানকার ব্যবসায়ীরা বলছেন, নগরী ও আশপাশের এলাকার ক্রেতারা যদিও হাটে আসছেন, পশু দেখছেন কিন্তু কিনছেন না। তারা নিজেদের আর্থিক সামর্থ্যরে মধ্যে পশু খুঁজছেন। এবার পশুর দাম কিছুটা বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা মাঝারি আকারের পশু খুঁজছেন।

কালু বলেন, ঈদের আগের দিন পর্যন্ত সিটি হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে। তখন বেচাবিক্রি জমে উঠবে। এখন পর্যন্ত পশু হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। কোরবানির পশু হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। রাজশাহী মহানগরীর পশুর হাট সিটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, রাজশাহীতে এ বছর কোরবানি উপযোগী ৪ লাখ ৬৬ হাজার ১৯৬টি বিভিন্ন ধরনের পশু মজুদ রয়েছে। এর মধ্যে গরু রয়েছে ৮৩ হাজার ৩৬৫টি, মহিষ ৩ হাজার ৭৬৯টি ও ছাগল রয়েছে ৩ লাখ ৪২ হাজার ৭৫৩টি।

তবে সংশ্লিষ্ট দপ্তরের দাবি, প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদার তুলনায় রাজশাহীতে কোরবানিযোগ্য পশু বেশি রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে লক্ষাধিক পশু দেশের বিভিন্ন জেলায় চালান হবে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা বড় আকারের কোরবানির পশু কিনে নিয়ে যাওয়া শুরু করেছেন। ঈদের দুদিন আগে পর্যন্ত পশু চালান অব্যাহত থাকবে। তবে আমদানি বেশি বাড়লেও এবার পশুর দাম কিছুটা বেশি হবে।

এদিকে সীমান্ত পথে ভারতীয় পশু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গত কয়েক বছর ধরে খামারে বাণিজ্যিকভাবে পশু পালন হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব মতে, রাজশাহীতে ২১৬টি বাণিজ্যিক পশু খামার আছে। এসব খামারে বছরে ২৫ হাজারের বেশি পশু রয়েছে যেগুলো বিভিন্ন হাটে বিক্রির জন্য আসা শুরু হয়েছে। খামারে পালন করা অধিকাংশ পশু মোটাতাজা করা। এগুলোর ওজন নিম্নে ৫ মন থেকে ঊর্ধ্বে ১০ মন পর্যন্ত।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাই মূলত এসব মোটাতাজা পশুর ক্রেতা। এসব পশুর দামও অনেক বেশি। স্থানীয়ভাবে বড় পশু কম বিক্রি হয়। স্থানীয় ক্রেতারা মাঝারি পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে যাচ্ছেন। কেউ কেউ গ্রামেও কিনতে যাচ্ছেন গৃহস্থের বাড়িতে পালা গরু।

ছোট ও মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে ৭০ থেকে এক লাখ ২০ হাজার টাকা। এমন গরুর চাহিদা বেশি। এর মধ্যে ৬০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য। আর ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা দামের গরুগুলো ৫ থেকে ৭ ভাগে কিনছেন ক্রেতারা।

ইএইচ

Link copied!