Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৪:১৯ পিএম


বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

এতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে, একই স্থানে দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাতে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা, ছাত্র আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!