Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

ফেনী শহরে যানজট নিয়ন্ত্রণে মাঠে নামলেন এসপি হাবিবুর

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৫৮ পিএম


ফেনী শহরে যানজট নিয়ন্ত্রণে মাঠে নামলেন এসপি হাবিবুর

ফেনী শহরের যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক পরিদর্শন করেন তিনি।

এ সময় পুলিশ সুপার ট্রাফিককে যানজট নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং অভিযানের পূর্বে প্রচারণা চালানোর নির্দেশ দেন। সাধারণ জনগণকে হয়রানি না করার জন্যও ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিমসহ ট্রাফিক সদস্যদের নির্দেশনা দেন।

এছাড়াও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সুপার তাৎক্ষণিক পুলিশ লাইন থেকে ১০ জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমি গত পরশুদিন জয়েন করেছি। জয়েন করে যেটা আমার অনুভূতি হয়েছে, যানজটের কারণে বর্তমানে ফেনীবাসী খুব কষ্টে আছে। ফেনী শহরের মানুষজন কষ্টে আছে। এখানে বন্যার কারণে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অটোরিক্সা, সিএনজি অটোরিক্সা শহরে চলাচল করছে।

তাছাড়া ফুটপাত দখল, লেন ভিত্তিক চলাচল না করার কারণে যানজট তৈরি হচ্ছে। এখান থেকে আমাদের কার্যক্রম শুরু করলাম। আস্তে আস্তে আমরা এখান থেকে ডেভেলপ করবো এবং সচেতনতার জন্য মাইকিং করবো, তারপর আইন প্রয়োগের দিকে যাবো। আমি আশা করছি খুব দ্রুত যানজট মুক্ত হতে পারবো।

ইএইচ

Link copied!