Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

কটিয়াদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:৫৯ পিএম


কটিয়াদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন- কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলার নারী উদ্যোক্তাদের একাংশ।

এ সময় বক্তারা কন্যা শিশুর আগামীর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন৷ পাশাপাশি আগামীর সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নারীদের করণীয় নিয়ে আলোচনা করেন।

ইএইচ

Link copied!