Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

জামায়াত কর্মীকে হত্যার সাড়ে ১০ বছর পর মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০২:৫৪ পিএম


জামায়াত কর্মীকে হত্যার সাড়ে ১০ বছর পর মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বুধবার সন্ধ্যায় গাইবান্ধা আদালতের জিআরও (জেনারেল রেকর্ডস অফিস) উপপরিদর্শক মো. কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। মামলায় আওয়ামী লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এতে ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।

কোর্ট জিআরও উপপরিদর্শক কামাল হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!