Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে পলিথিন মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ১২:৩৩ এএম


মধুপুরে পলিথিন মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে পলিথিনের একটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর বাজারের মানিক সিংহের পাইকারি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় গোডাউনে থাকা ৭০০ কেজি পলিথিন মজুদের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে দোকান মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন এসআই রেজাউল করিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

ইএইচ

Link copied!