Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় চোলাই মদসহ কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ১২:৪২ পিএম


আশুলিয়ায় চোলাই মদসহ কারবারি আটক

সাভারের আশুলিয়ায় দেশীয় চোলাই মদসহ মো. সোহেল (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার দক্ষিণ কুটুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. সোহেল (৩৫) শেরপুর জেলার সদর থানার তারাগঞ্জ এলাকার আব্দুল মোতালেবের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, আশুলিয়ার কুটুরিয়া এলাকায় কতিপয় মাদক কারবারি দেশীয় চোলাই মদ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তার হেফাজত থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!