Amar Sangbad
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিনা লাভে সবজি বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৪, ০৫:১৫ পিএম


কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিনা লাভে সবজি বিক্রি

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আয়োজনে বিনা লাভের দোকানে সপ্তাহে চারদিন সবজি বিক্রয় শুরু করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় কাঁচা বাজারের ঊর্ধ্বগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ওই দামে ‘বিনা লাভের দোকানে’ বিক্রয় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিনা লাভের দোকান উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সিভিল সার্জন মো. মঞ্জুর-এ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল।

সপ্তাহে চারদিন রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিনা লাভের দোকান খোলা থাকবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।

ইএইচ

Link copied!