Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

‘ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন’ প্রকল্পের অবহিতকরণ সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০৫:০৩ পিএম


‘ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন’ প্রকল্পের অবহিতকরণ সভা

ভোলার চরফ্যাশনে আইডিই বাংলাদেশের ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিই বাংলাদেশের ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের টিম লিডার সূব্রত পাল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত উল্লাহ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, বিভিন্ন ইউনিয়নের সচিব, প্রাইভেট সেক্টর এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত চিনেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের টিম লিডার সুব্রত পাল প্রকল্পটি সম্পর্কে উপস্থিত সবাইকে সার্বিকভাবে  অবহিত করার পাশাপাশি প্রকল্পটি সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

বিআরইউ
 

Link copied!