Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ইঞ্জিনিয়ার শ্যামল

মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৯:০০ পিএম


মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপি জনগণের ভালোবাসার দল। আমরা চাই না ফ্যাসিস সরকারের মত জনগণ আমাদের বিরুদ্ধে দাঁড়াক। এমন কিছু করবেন না জনগণ যাতে বিএনপির মুখ ঘুরিয়ে দাঁড়ায়। যাই করবেন জনগণকে সাথে নিয়ে করবেন।

বলেছেন, আমরা যাতে এমন কাজ না করি যাতে জনগণের রোশানলে পড়ি। ফ্যাসিস্ট সরকার আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করেছে। আপনারা কাউকে অযথা মামলা দিয়ে হয়রানি করবেন না।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার বুধন্তী ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধন্তী খেলার মাঠে বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ূম রাষ্টু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম হেলালের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, ফ্যাসিস সরকারের পতনে অবশ্যই ছাত্রজনতার অবদান আছে। ছাত্রজনতা আন্দোলন করেছে, এর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ। শেখ হাসিনার পতনে তার পাশে কেউ দাঁড়ায় নাই। বাংলাদেশে এই প্রথম কোনো নেত্রী সাথে তার ৩০০ এমপি নিয়ে পলায়ন করেছে। আমাদের ৩১ দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন করব৷ সবকিছু ঠিক করতে হলে জনবান্ধন সরকার দরকার। নির্বাচন কমিশন গঠন হয়েছে। এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সম্মান নিয়ে বিদায় নিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ মানুষ অ্যাডভোকেট তরিকুল ইসলাম খাঁন রোমা ও মো. আলী আজম, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মো. নুরুল হুদা সরকার, সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব অ্যাডভোকেট ইমাম হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ভিপি লিটন চৌধুরী, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. নজির আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মিজান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজিদুল রহমান ও রেদোয়ানুর হক শিষ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আলী, বুধন্তী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোশাহিদুল ইসলাম সোহেল, বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুখারী মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাবিরুল হক মনির, উপজেলা যুবদলের নেতা হাসান ভূইয়া প্রমুখ।

ইএইচ

Link copied!