ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

হাছান মাহমুদের অবৈধ ভবন জব্দ ও হামলাকারী গ্রেপ্তারের দাবি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ১৬, ২০২৫, ০৭:২১ পিএম

হাছান মাহমুদের অবৈধ ভবন জব্দ ও হামলাকারী গ্রেপ্তারের দাবি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মালিকানাধীন বলে দাবি করা চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড় এলাকায় নির্মিত ২২ তলা ভবনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা।

সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, এই ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা স্থানীয় অনলাইন পোর্টাল ‘সিপ্লাস’-এর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ভবনটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করে জব্দ করতে হবে, কারণ এটি অবৈধ উপার্জনের মাধ্যমে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে ছিলেন— বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদাসহ আরও কয়েকজন নেতৃবৃন্দ।

নেতারা বলেন, অবৈধ সম্পদ অর্জন এবং সাংবাদিক নির্যাতনের মতো ঘটনাগুলোর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইএইচ

Link copied!