ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
জুলাই ৭, ২০২৫, ০১:৪৬ পিএম
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রয়েল (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) এলাকায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপস্থিত গ্রামবাসীর সামনে অভিযান চালিয়ে দোচালা টিনশেড ঘরের ভেতর থেকে অস্ত্রটি জব্দ করে।
গ্রেপ্তারকৃত রয়েল ওই গ্রামের শুকুর আলির ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রয়েলের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্তও নতুন করে এগিয়ে নেওয়া হবে।
বিআরইউ