ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫, ০৫:১২ পিএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. নাসির উদ্দিন (৩৬) নামে এক ভুয়া ডেন্টাল চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল চারটার দিকে আলফাডাঙ্গা পৌরসদরের থানার সামনে অবস্থিত ‘নাসির ডেন্টাল’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো ধরনের চিকিৎসা সনদ বা বৈধ নিবন্ধন ছাড়াই নিজেকে ডেন্টাল চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। অভিযানে তার চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া একজন বৈধ দন্ত চিকিৎসকের জন্য যেসব যন্ত্রপাতি ও কাগজপত্র প্রয়োজন, তার কিছুই সেখানে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাই। কোনো সনদ বা রেজিস্ট্রেশন ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছিল। এজন্য ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।”
ইএইচ