শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫, ০২:৫৩ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ ও বিএনপির দুই রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার নোহাটা ও তারাউজিয়াল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোহাটা গ্রামের মিজানুর রহমান টিটো (আওয়ামী লীগ কর্মী) ও তারাউজিয়াল গ্রামের শরিফুল ইসলাম সাচ্চু (সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি)।
যৌথবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে টিটোর বাড়িতে অভিযান চালিয়ে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি চায়না পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, শরিফুল ইসলাম সাচ্চু ও মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইএইচ