বরিশাল ব্যুরো
জুলাই ৭, ২০২৫, ০৭:৫৬ পিএম
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহারকে চার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাহার।
তবে বিচারক হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বাহারের বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরসহ চারটি মামলা চলমান রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন জানান, “এনামুল হক বাহার একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতে তার জামিন প্রার্থনা করা হলেও বিচারক তা নামঞ্জুর করেন।”
প্রসঙ্গত, এনামুল হক বাহার টানা তিনবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এবং বিসিসির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষদিকে তিনি বিসিসির ২ নম্বর প্যানেল মেয়র হিসেবে মনোনীত হন।
এছাড়া তিনি ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইএইচ