ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৫, ০৭:৫৯ পিএম

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে রাষ্ট্র ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার বিকেল ৫টায় পোরশার সারাইগাছি জিরো পয়েন্টে পোরশা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব হুজ্জাতুল্লাহ শেখ। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম।

বক্তব্যে তিনি বলেন, "যেসব দল এতদিন ক্ষমতায় ছিল তারা পালাক্রমে একই আচরণ করেছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও ক্ষমতায় আসেনি। তাই আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিন, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র গঠনের উদ্যোগ নেব। তখন ভূমি দখল, খুন, ঘুষ, নারী নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে বিলুপ্ত হবে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কারোর পক্ষেই দুর্নীতি, খুন বন্ধ করা সম্ভব হয়নি। কারণ তারা ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাদের (ইসলামী আন্দোলনকে) ক্ষমতায় আনেন, তাহলে আমরা ইসলামী শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। দ্বিতীয়বার আর ভোট চাইতে আসব না। যখন পরিবেশ পরিবর্তন হবে, তখন সমাজ থেকেও মাদক, জুয়া, খুন-খারাবি ও দুর্নীতি আপনা-আপনিই বিলুপ্ত হবে।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, “আপনারা এখানে এসেছেন, এখন কেউ কি সিগারেট খাচ্ছেন? নিশ্চয়ই না। কারণ পরিবেশই মানুষকে বদলে দিতে পারে।”

সমাবেশে বিভিন্ন জেলা, থানা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

ইএইচ

Link copied!