কুষ্টিয়া প্রতিনিধি:
জুলাই ১০, ২০২৫, ০১:১১ পিএম
সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়ার প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. হাবিবুর রহমানকে ঝিনাইদহে বদলি করা হলেও, তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
দৈনিক আমার সংবাদে একটি প্রতিবেদন প্রকাশের পর ৯ জুলাই ব্যাংকের মানবসম্পদ বিভাগের এক আদেশে তাঁকে কুষ্টিয়া থেকে বদলি করা হয়।
দপ্তর নির্দেশ নম্বর এইচআরএমডি/ওএমডি/শাখা-১-৮৭২ স্মারকে জারি করা আদেশে বলা হয়, বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে তাঁকে ১০ জুলাইয়ের মধ্যে যোগদান করতে হবে।
এদিকে সোনালী ব্যাংক জিয়া পরিষদ সূত্রে জানা গেছে, তিনি বদলি আদেশ অমান্য করে কুষ্টিয়ার ডিজিএম নাজমুল হককে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) সাখাওয়াত আলী খানের সঙ্গে বৈঠকের লক্ষ্যে তিনি বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থান করছেন।
এই ঘটনা জানাজানি হলে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুষ্টিয়ার ব্যাংকপাড়ায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি খন্দকার সরোয়ার হোসেন বলেন, সুনির্দিষ্ট রাজনৈতিক পক্ষের নেতৃত্বে থেকে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এসেছেন হাবিবুর রহমান। তাঁর বদলির সিদ্ধান্তকে স্বাগত জানাই।
তিনি অভিযোগ করেন, বদলির পরও হাবিবুর রহমান ও কুষ্টিয়ার ডিজিএম অফিসে গোপন বৈঠক চলছে, যেখানে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। সোনালী ব্যাংক জিয়া পরিষদ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এজিএম হাবিবুর রহমানকে কুষ্টিয়ায় বহাল রাখা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা ব্যাংকের এমডি ও সিইও’র হস্তক্ষেপ কামনা করে জানিয়েছেন, পরিবেশ স্বাভাবিক রাখতে বদলি আদেশ কার্যকর রাখা জরুরি।
এ বিষয়ে হাবিবুর রহমানের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বিআরইউ